1. admin@9tvbd.com : 9 TV :
  2. salam@9tvbd.com : salam :
মহান ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি গভির শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইদ্রীস মাস্তান! - 9 TV
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

মহান ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি গভির শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইদ্রীস মাস্তান!

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯ Time View

9tvbd.com

আব্দুস সালাম মিন্টু:

মহান ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দেশ বাসী সহ সকল সহীদের প্রতি গভির শ্রদ্ধঞ্জলি জানিয়েছেন ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার চেয়ারম্যান জনাব ইদ্রীস মাস্তান!

তিনি এক বিবৃতিতে বলেন,
২১ ফেব্রুয়ারি এমন একটি দিন যে দিনটি না আসলে আমরা কখনোই মায়ের ভাষায় কথা বলতে পারতাম না!
পেতাম না একুশের চেতনার হাত ধরে লাল সবুজ পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ!

মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি, বাঙ্গালি জাতির আত্ম-অন্বেষণের
ও অধিকার আদায়ের সচেতনতা বহিঃপ্রকাশ এই অমর একুশ!

যার ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন আমতলায় ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছিল!

নরুল আমীন সরকার আরোপিত ১৪৪ ধারা ভঙ্গের প্রস্তুতি নিচ্ছিলো তারা! ছাত্রসভার
সিন্ধান্ত মোতাবেক ১০ জন মিছিল করে ১৪৪ ধারা ভাঙবে!
ছাত্রসমাজ প্রতিবাদ মিছিল
করে ১৪৪ ধারা ভাঙলো!

সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ
হয়েছিলো!
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি যদি সালাম বরকত রফিক জব্বারেরা
মায়ের ভাষার দাবিতে প্রাণ না দিতো তাহলে কখনোই আমরা রাষ্ট্র ভাষা বাংলা পেতাম না!

সেই আন্দোলন কেবল ভাষার জন্যই ছিলো না সে আন্দোলন ছিলো পাকিস্তানী শাসন-শোষণের
রক্তচক্ষুর বিরুদ্ধে বাঙ্গালির দৃঢ় প্রতিবাদ!
বিভিন্নভাবে পশ্চিম পাকিস্তানের
শাসকেরা বাঙ্গালিকে দমন-পীড়ন করার চেষ্টা চালিয়ে ছিলো !

বাঙ্গালির সচেনতা ও প্রতিবাদী দুর্বার আন্দোলনে তারা বারবার পিছু হটতে বাধ্য হয়!
একুশে ফেব্রুয়ারি মানেই তাই মাথা নত না করার এমন এক রক্তাক্ত ইতিহাস যার
হাত ধরে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা!
আসুন ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুলে ফুলে রাঙিয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা ঞ্জাপন করি!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss