1. admin@9tvbd.com : 9 TV :
  2. salam@9tvbd.com : salam :
গাইবান্ধা সাদুল্যাপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুমনা আক্তার খামারিদের উদ্দেশ্যে - 9 TV
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০১:০২ অপরাহ্ন

গাইবান্ধা সাদুল্যাপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুমনা আক্তার খামারিদের উদ্দেশ্যে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

9tvbd.com

মোঃ মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধা

গাইবান্ধা সাদুল্ল্যাপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ড.মোছাঃ সুমনা আক্তার ৩ জুলাই ২০২৩ ইং হইতে উপজেলা প্রাণী সম্পদ কর্মরত রয়েছেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন ।তারপর থেকে খামারিদের মাঝে উদ্বিগ্নতা একটা নতুন অসুখ যেটা হচ্ছে- লাম পিস এন এস ডি ডিস ।এ মোকাবেলায় প্রাণী সম্পদ দপ্তর সচল রয়েছে এ ব্যাপারে ব্যানার ও মাইকিং প্রত্যেকটি ইউনিয়নে ক্যাম করে পশুদের মাঝে সরকারি এসমল ভ্যাকসিন দিচ্ছেন। পাশাপাশি ডাক্তারি সেবা দেওয়া চালু রাখে সাপ্তাহিক ছুটির দিনও দপ্তর খোলা রেখেইএই সেবাটি দিয়ে যাচ্ছে। ড.মোছাঃ সুমনা আক্তার কাছে এসে সকলেই প্রতিদিন সুষ্ঠু সেবা পাচ্ছেন। বিভিন্ন মাঠকর্মী আছেন উনারাই ইউনিয়নে গিয়ে সেবাগুলো দিচ্ছেন । বর্তমানে লাম পিস এনডিডিস মোটামুটি নিয়ন্ত্রণে।

তিনি বলেন আপনাদের অভিন্ন হওয়ার কোন কারণ নেই পরবর্তীতে আপনাদের মধ্যে এ ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে পাশাপাশি যেটা আমাদের বিভিন্ন প্রকল্পের সুষ্ঠুভাবে চলমান রয়েছে।প্রতিটি ইউনিয়নে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এনটিটিপি প্রকল্প আমাদের এই প্রকল্প আওতায় আমাদের যারা সুবিধাভোগী রয়েছেন ১৬টা গ্রুপে ৪৮৮ জন তার মধ্যে আমরা বিভিন্ন সেবা পরামর্শ প্রতিনিয়ত দিচ্ছি তাদের সঙ্গে সাপ্তাহিক বৈঠক করে থাকি এবং আমাদের যারা প্রতিনিধি আছেন এলএসপি ও এল এফ এ প্রকল্পের আওতায় রয়েছেন তাদেরকে বিভিন্ন ইউনিয়নে নিয়মত কার্যক্রম চালাচ্ছেন আমরা দুটি স্কুলে মিল পুটিং প্রকল্প চালু করেছি। এখান থেকে প্রতিদিন বাচ্চারা ২০০ এমএল করে দুধ পাচ্ছে। এতে উপস্থিতির হার অনেকটা বেশি। পাশাপাশি এটাকে পুষ্টির চাহিদা মোকাবেলা করে বাচ্চাদের ভিটামিন বিকাশে
আমাদের দেশ আরো এগিয়ে নিয়ে যাবে।আমরা আস্তে আস্তে স্মার্ট দেশের দিকে যাব ২০৩০ সালের মধ্যে পিপিআর মুক্ত করবো এর আওতায় আমরা বিভিন্ন ক্যাম্পেইন করি পিপিআর ভ্যাকসিন গুলো দিয়ে দেব। আমরা প্রতিটা ইউনিয়নে খামার নিবন্ধন করছি এবং আমরা সকলকে ঘাস চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি ।আমাদের যে ঘাস চাষ প্রকল্প রয়েছে এর মাধ্যমে আমরা খামাদিদেরকে উদ্বুদ্ধ করছি এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি । আমাদের এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী ওরাও সম্প্রদায়ের রয়েছে ২০টি পরিবারসহ সকলকে সরকারি সুযোগ-সুবিধা তাদেরকে দিচ্ছি ।তারা বিভিন্ন গবাদি প্রাণী খাদ্য খাবার ঘর পানি পাচ্ছে এবং পাশাপাশি মুরগির খামারি রয়েছে একটি করে ঘর পাচ্ছেন। আমরা সকলের সাথে সমন্বয় করি আমাদের পাশে থাকবেন এই কামনাই করছেন। ড.মোছাঃ সুমনা আক্তার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss