1. admin@9tvbd.com : 9 TV :
  2. salam@9tvbd.com : salam :
প্রাইভেটকার চালক সবুজ খন্দকারকে নৃশংসভাবে হত্যাকারীদের ফাঁসির দাবীতে মদনপুরে মানববন্ধন! - 9 TV
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

প্রাইভেটকার চালক সবুজ খন্দকারকে নৃশংসভাবে হত্যাকারীদের ফাঁসির দাবীতে মদনপুরে মানববন্ধন!

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৫৫ Time View

9tvbd.com

আব্দুস সালাম মিন্টু!

৩৬ ঘন্টার মধ্যে বস্তাবন্দী অজ্ঞাত লাশের রহস্য উন্মোচন। ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহাজন সহ ০৩ব্যক্তিকে গ্রেফতার। নিহত ব্যক্তির মোবাইল ফোন ও পায়ের স্যান্ডেল গ্রেপ্তারকৃত ব্যক্তির ভাড়া বাড়ি থেকে এবং চৌমুহনী এলাকার তাওসিফ ফিলিং স্টেশন থেকে নিহত ব্যক্তির ব্যবহৃত PREMIO প্রাইভেটকার গ্রেফতারকৃতদের দেখানো মতে উদ্ধার।

দুপচাঁচিয়া পুলিশের অক্লান্ত পরিশ্রমের আরেকটি ফসল। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় পুলিশ সুপার বগুড়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), আদমদিঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখার চৌকস সদস্যবৃন্দ এবং দুপচাঁচিয়া থানার চৌকস তদন্ত টিমের সকল সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ!

এদিকে ঘটনার শিকার ব্যক্তির নাম সবুজ খন্দকার।  (৬০) তার বাড়ি নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায়। পেশায় প্রাইভেট কার চালক। ঘটনায় জড়িত ব্যক্তিগণ গত ৩ নভেম্বর তার প্রাইভেট কারটি বগুড়া যাওয়ার কথা বলে ০৩ দিনের জন্য রিজার্ভ ভাড়া ঠিক করে রাত্রি ৮ঃ০০ ঘটিকার দিকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। ৭ নভেম্বর সবুজ খন্দকারের নিজ বাড়িতে ফেরার কথা। ৬ নভেম্বর গ্রেফতারকৃত আসামীরা সবুজ খন্দকারকে ঢাকাইয়া আজাদের ভাড়া বাড়িতে রাত্রের খাবার কথা বলে সবুজ খন্দকারকে বাড়ির ভেতর নিয়ে তাকে হত্যা করে এবং লাশ বস্তাবন্দি করে বেলোহালি স্কুলের পিছনে পুকুরের পানিতে ডুবে রাখে। ৮ নভেম্বর সকাল বেলা লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজনের সংবাদের প্রেক্ষিতে দুপচাচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশের বুদ্ধিদীপ্ত তদন্তে ৩৬ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উন্মোচিত হয়, ০৩ ব্যক্তি গ্রেপ্তার হয়। আলামত উদ্ধার হয়। আসামিদের কোর্টে সোপর্দ করা হলো।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেনঃ দুপচাঁচিয়া বেলোহালি খামারগাড়ি এলাকার মৃত সওদাগর এর পুত্র আবুল কালাম আজাদ ওরফে বাবুল (৫২) এবং মৃত তছির উদ্দিন এর পুত্র জহুরুল ইসলাম(৪২)কাহালু থানার পলি ভুগইল গ্রামের আব্দুস সামাদের ছেলে জাহাঙ্গীর আলী(৩০)

এদিকে সবুজ খন্দকারকে  নির্মমভাবে হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় একটি মানববন্ধন করে  মদনপুর এলাকাবাসীরা!
হিহত সবুজ খন্দকারের এক স্ত্রী নাছরিন বেগম(৩৯)চার সন্তান ১ এ্যামী খন্দকার(২৪)তিনি প্রতিবন্ধি, ২ ইশা খন্দকার(১৮) ৩ কাশফিয়া খন্দকার(১১)ছোট ছেলে আয়মন খন্দকার(৫) তারা সকলেই সরকারের কাছে তাঁর বাবার হত্যাকারীদের ফাঁসির দাবী যানিয়েছেন!

দুপচাচিয়া থানার পুলিশ সহ  সকল  আইনশৃঙ্খলা বাহীনিরা বলেন শুধুমাত্র প্রাইভেট কারটি আত্মসাৎ করার জন্যই সবুজ খন্দকার কে লাশ হতে হয়েছে বলে তদন্তে জানা যাচ্ছে। সকল গাড়িচালকদের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ রইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss