1. admin@9tvbd.com : 9 TV :
  2. salam@9tvbd.com : salam :
এডভোকেট রুহুল আমিন গংদের সম্পত্তি জোর দখলের পাঁয়তারা, নির্মাণাধীন ওয়াল ভাঙচুর লুটপাট থানায় অভিযোগ, - 9 TV
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

এডভোকেট রুহুল আমিন গংদের সম্পত্তি জোর দখলের পাঁয়তারা, নির্মাণাধীন ওয়াল ভাঙচুর লুটপাট থানায় অভিযোগ,

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৪ Time View

9tvbd.com

এডভোকেট রুহুল আমিন গংদের ক্রয়কৃত সম্পত্তি দখলের পায়তারা নির্মাণাধীন ওয়াল ভাঙচুর লুটপাট থানায় লিখিত অভিযোগ !
ঘটনা সুত্রে জানা যায় ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এর ৪৪ নং ওয়ার্ডের উত্তরখান মৌজার সিএস খতিয়ান নং ৯৭৭,এস এ খতিয়ান নং ১৫২৩,দাগ নং ৩০৫২,৩০৫৪ হইতে বিগত ২৬/০২/১৯৮০ ইং তারিখ মোতাবেক ১৩ পয়েন্ট ৫০ শতাংশ, পরবর্তীতে ১১/১০/১৯৮৯ ইং তারিখ মোতাবেক ৪’ ১৩ শতাংশ, পরবর্তীতে ২২/১১/১৯৮৯ ইং মোতাবেক ৩’ ৩০ শতাংশ সহ মোট ২০’ ৯৩ শতাংশ নাল জমি ক্রয় করা হয় !
যাহা মহানগর ১২০৭২ খতিয়ান দাগ নং ৩৮৫০৯ ও৩৮৫১০ এর দাগে ২০’ ৯৩ শতাংশ রেকড ভূক্ত হয় !
উক্ত বর্ণিত সম্পত্তিতে মালিক ১ এডভোকেট মোঃ রুহুল আমিন,২ আমেনা খানম, ৩ এ কে এম ফজলুল হক, ৪ এ কে এম আশরাফুল হক !
আমরা উক্ত ক্রয় কৃত সম্পত্তিতে কয়েকযুগ যাবৎ ভোগ দখল করে আসতেছি, যাহার বর্তমানে হোল্ডিং নং ৫৪/এ/৯ বেতলী আমেনা মঞ্জীল,কিন্ত উক্ত জমি বিক্রেতা সাজেদুর এর ছেলে মাস্টার মোহাম্মদ আশরাফুল আলম(বাকা)তার বোন ভাগিনা সহ তার নিজস্ব সন্ত্রাসী বাহিনীরা মিলে গত ১৩/০১/১৯১৭ ইং তারিখে আমাদের নির্মাণাধীন দেওয়ালের কিছু অংশ ভেঙ্গেঁ আমাদের বাড়ির ভিতর প্রবেশ করে ভাড়াটিয়াদের মারধর করে এবং আমাদের থাকার ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায়,এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে আমাদের সম্পত্তি আমরাই দখল করব!
উক্ত ঘটনার বিষয় ঘটনার দিনই উত্তরখান থানায় আমি এডভোকেট মোঃ রুহুল আমিন নিজে বাদী হয়ে মাস্টার আশরাফুল আলম(বাকা)গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি!
আমি মোঃ রুহুল আমিন পেশায় একজন এডভোকেট তাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল বিভাগের আইন-শৃঙ্খলা বাহিনী দের কাছে বিনীত অনুরোধ করিতেছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের ক্রয় কৃত সম্পত্তিতে দিতে শান্তিপূর্ণভাবে বসবাস করার ইচ্ছা প্রকাশ করি!
বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি তাই আপনাদের সহযোগিতা কামনা করছি!
এদিকে উক্ত ঘটনার বিস্তারিত বিবাদী মাস্টার আশরাফুল আলম (বাকার)সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন ঘটনাস্থলে এসে পরিদর্শন করুন,এবং আমাদের সম্পত্তি আমরা ভোগ দখল করব এর বেশি আর কিছু বলতে পারব না,এরপর বারবার তাকে ফোন দেওয়া সত্ত্বেও তিনি ফোন রিসিভ করেনি!
গতকাল এডভোকেট মোঃ রুহুল আমিনের নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss