1. admin@9tvbd.com : 9 TV :
  2. salam@9tvbd.com : salam :
সাজেদা চৌধুরীর মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, - 9 TV
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

সাজেদা চৌধুরীর মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,

Coder Boss
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ Time View

9tvbd.com

জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব এবং প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় শহীদ মিনারে সাজেদা চৌধুরীর মরদেহ আনা হয়। বিকেল ৪টা পর্যন্ত সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদে বাদ আসর শেষবারের মতো জানাজা হবে। এরপর তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী। তার জন্ম ১৯৩৫ সালের ৮ মে। তিনি ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত৷ ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss